Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩০, ২১ এপ্রিল ২০২২

আবারও ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাওসার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি ডাকাত সর্দার ছিলেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা ছিল বলে জানিয়েছে র‍্যাব। এর আগে, চার মাস পর গত শনিবার (১৬ এপ্রিল) কুমিল্লায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রাজু নামে একজন নিহত হন।

বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটির গ্রামের আলমমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গীদের ছোড়া গুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‍্যাব।

র‌্যাব জানায়, নিহত কাওসার হোসেনের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, সিংগাইর সড়কে ৮-১০ জন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযানে নামে র‍্যাব। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ডাকাতদলের সর্দার কাওসার হোসেন নিহত হন। 

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার কুমিল্লায় র‍্যাবের বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন সাংবাদিককে হত্যা মামলার এক আসামি। গত ডিসেম্বরে 'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে র‍্যাব ও এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলো মার্কিন যুক্তরাষ্ট্র, তার চার মাসেরও বেশি সময় পর র‍্যাবের সাথে আবারো কথিত বন্দুকযুদ্ধে কারও নিহত হবার ঘটনা ঘটলো।

মার্কিন নিষোধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদও আছেন।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ