Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ২৩ এপ্রিল ২০২২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মোটর সাইকেল চালক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী আবদুর রহিম মাসুম (২৫) ও তার বন্ধু আতিকুল ইসলাম (২৬)।

তারা দুই জনই খুলনা শহরের মুজগুন্নি এলাকার বাসিন্দা।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মন্ডল জানান, শনিবার সকালে ওই দুই যুবক মোটর সাইকেলে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন। তাদের মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি মহাসড়কের পাশের গাছে সাথে সজোড়ে ধাক্কা খায়, আর মোটরসাইকেলটি খাদে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুম নিহত ও তার বন্ধু আতিকুল মারত্মক আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতদের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কাশিয়ানী থানা পুলিশের ওই কর্মকর্তা।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! | বৃদ্ধের কষ্ট

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

শবে বরাত ভাগ্যরজনীর রাত, যে রাতে আল্লাহ মানুষের রিযেক-ধনদৌলত-আয়ু দান করেন

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ