Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৩, ২৬ এপ্রিল ২০২২
আপডেট: ১২:২০, ২৬ এপ্রিল ২০২২

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে প্রীতম দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রীতম পৌরশহরের হলপাড়া এলাকার সুমন দাসের ছেলে। 

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে পৌরশহরের টাঙ্গন নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে পৌর শহরের হলপাড়ার বাসিন্দা প্রীতমসহ কয়েকজন বন্ধু মিলে পাশ্ববর্তী কালীমন্দির এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে। এ সময় তার বন্ধুরা চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে তারা খবর পান টাঙ্গন নদীতে এক কিশোর নিখোঁজ হয়েছে। খবর সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার ফাইটার সাজ্জাদ হোসেন নিহত কিশোরের মরদেহ নদীর বালু তোলা গর্ত থেকে উদ্ধার করে। 

মৃত্যুর কারণ সম্পর্কে এ কর্মকর্তা আরও বলেন, ড্রেজার মেশিন দিয়ে নদীর বালু উত্তোলনের ফলে সৃষ্ট হওয়া গর্তে তলিয়ে যায় ওই কিশোর। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রীতমের এই আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ