Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৩, ২৩ মে ২০২২

পীরগঞ্জের এসিল্যান্ড ঠাকুরগাঁওয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হয়েছেন পীরগঞ্জের এসিল্যান্ড কামরুল হাসান সোহাগ।

রোববার (২২ মে) ঠাকুরগাঁও জেলা প্রশাসন হলরুমে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমূখ।

আরও পড়ুন- মাঙ্কিপক্সের লক্ষণ এবং যেভাবে ছড়ায়

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ভূমি অফিসের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এবার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ক্রেস্ট ও সনদপত্র পান কামরুল হাসান সোহাগ।

সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ ন্যায়, নিষ্ঠা, সততার সাথে কাজ করার জন্য এবং সরকারের বেদখল হওয়া খাস জমি উদ্ধার, ভূমি কর, ভূমি সেবা মানুষ ঘরে বসেই মোবাইলের মাধ্যমে পেতে তা নিশ্চিত করেছেন। আর জনগণকে ভূমি সেবা নিতে ভূমি অফিসে যেতে হবে না। এছাড়াও ভূমিহীন অসহায়দের আশ্রয়ণ প্রকল্পের কাজ সুন্দরভাবে তদারকি করতে তিনি নিরলসভাবে কাজ করছেন। 

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ