Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশিত: ১৪:২০, ২৮ মে ২০২২
আপডেট: ১৪:২১, ২৮ মে ২০২২

ঘোড়া নিয়ে প্রচারণা, কুমিল্লার মেয়র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রতীক হিসেবে জীবন্ত ঘোড়া নিয়ে মিছিল করায় স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের চর্থা চৌমুহনী এলাকায় মিছিল করা অবস্থায় তাকে জরিমানা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা।

তিনি বলেন, “নির্বাচনের আচরণবিধি অমান্য করে জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা করায় ওই প্রার্থীকে জরিমানা করা হয়েছে। সামনে এমন বিধি যেন অমান্য না করেন, সেজন্য তাকে (নিজাম উদ্দিন কায়সার) সতর্ক করেছি।”

উল্লেখ্য, কুসিকের ভোটের মাঠে মেয়র পদে পাঁচ জন প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ