Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ৩০ মে ২০২২

মেট্রোরেল থেকে ইট পড়ে পথচারীর মৃত্যু

পরীক্ষামূলক মেট্রোরেল। ফাইল ছবি

পরীক্ষামূলক মেট্রোরেল। ফাইল ছবি

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের স্টেশনের দেয়াল থেকে খসে পড়া ইটের আঘাতে সোহেল তালুকদার (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।

এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার (৩০ মে) বেলা সাড়ে ১০টার মিরপুর সাড়ে ১১ নম্বরের ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে মেট্রোরেলের ৫ নম্বর স্টেশনের ২০৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল তালুকদার মিরপুর ১০ নম্বরের শাহ আলী শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় সিরাজ জুয়েলার্স নামে একটি দোকানের কর্মচারী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়।

জানা গেছে, সোমবার সকালে দোকানে যাওয়ার সময় মেট্রোরেল থেকে একটি ইট খসে তার মাথায় পড়লে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক উদয় কুমার জানান, মেট্রোরেল স্টেশনের দেয়ালের কিছু অংশ ভেঙে নিচে সোহেল তালুকদারের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক সালমা আক্তার জানান, এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

আইনিউজ/এসডি

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

বন্যার স্রোতে তলিয়ে গেল ব্রিজটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ