Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক:

প্রকাশিত: ১১:৩১, ১২ জুন ২০২২

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আজম

ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আজম

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ হয়ে আহত আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম গাউসুল আজম। এনিয়ে ফায়ারসার্ভিস কর্মীসহ ঘটনায় মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৪৭ জনে। 

শনিবার (১১ জুন) রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আজম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, ভোর ৩ টার দিকে চিকিৎসকেরা গাউসুলকে মৃত ঘোষণা করেন।

গাউসুলের শ্বাসনালী পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। বিএম ডিপোতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে আইসিইউ ইউনিটে লাইফ সাপোর্ট ছিলেন তিনি। তার শরীর ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে রবিন নামে আরও এক ফায়ার সার্ভিস কর্মী বার্ন ইনস্টিটিউটের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন আাছেন বলে জানা গেছে।

গত শনিবার (৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকার বেসরকারি ওই কনটেইনার ডিপোটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই কন্টেইনার ডিপোতে কেমিক্যাল পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণের সময় দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিস কর্মীসহ ২ শতাধিক মানুষ আহত হন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

গাউসুল আজমের গ্রামের বাড়ি সাতক্ষীরায়। ব্যক্তিগত জীবনে বিবাহিত এই ফায়ার সার্ভিস কর্মীর পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

আইনিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ