Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২২:৪৫, ১২ জুন ২০২২

ঠাকুরগাঁওয়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আল আমীন (২৮) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রোববার (১২ জুন) দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকার উত্তর মন্ডলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 আল আমিন কহরপাড়া এলাকার উত্তর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ভারি বৃষ্টি ও বজ্রপাতের সময় আল আমিন ফাঁকা মাঠে ঘাস কাটছিল। এক পর্যায়ে সে পাশের একটি খালের পানিতে মাছ ধরার জন্য জাল ফেলতে গেলে ওই সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন আল আমিনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

আরও পড়ুন- মহানবীকে কটূক্তি : ব্রিটিশ মুসলিমদের ভারতীয় পণ্য বয়কটের ডাক

ওসি আরো বলেন, সংশ্লিষ্ট নারগুন ইউনিয়নের চেয়ারম্যান সেরেকুল ইসলামের লিখিত আবেদনের মাধ্যমে আল আমিনের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিতে তার পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও

চলন্ত ট্রেনে আগুন

রাস্তা পাড়ি দিচ্ছে অজগর, গাড়ি থামিয়ে চালকদের অপেক্ষা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ