Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৮, ২০ জুন ২০২২
আপডেট: ১৮:৩১, ২০ জুন ২০২২

তারাকান্দায় ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেফতার 

ময়মনসিংহ ,তারাকান্দা

ময়মনসিংহ ,তারাকান্দা

ময়মনসিংহ জেলার তারাকান্দায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলায় ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে তারাকান্দা থানা পুলিশ।

গতকাল রবিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। জানাগেছে, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এর দিক নির্দেশনায় এসআই মালেকের নেতৃত্বে এসআই নোমান, এএসআই তানভীর,এএসআই বিল্লালসহ পুলিশের একটি চৌকস টিম রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।

আসামিরা হলো,সিআর মামলার আসামি উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা গ্রামের মৃত আঃরহিমের ছেলে ১.গোলাম হোসেন(৬৫), ২.আব্দুল হাই(৫০), মৃত তৈয়ব আলীর ছেলে ৩.সবুজ মিয়া (৪০), ৪.ছমেদ মিয়া( ৩৫),৫. শাহ আলম(৩৮), গোলাম হোসেনের ছেলে ৬.সুরুজ আলী(৪০), মৃত সাহেদ আলীর ছেলে ৭.আবুল কালাম(৪৫)।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ওয়ারেন্ট ভূক্ত ০৭ জন আসামীকে গ্রেপ্তার করে অদ্য ২০/৬/২০২২ খ্রিষ্টাব্দ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

আইনিউজ/এসিটি

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ