আইনিউজ ডেস্ক
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবকের বাড়িতে হামলা

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করে গ্রেপ্তার হওয়া বাইজিদ তালহার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ঘরে থাকা বাইজিদের মেজ ভাবি হাদিসা বেগম জানান, আট থেকে নয়টি মোটরসাইকেলে ২০-২৫ সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বড় বড় রামদা, দা, কুড়াল দিয়ে ঘরের সামনের ও পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে তারা। একপর্যায়ে সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে মালামাল তছনছ করে। সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র দেখেই হাদিসা পাশের ঘরে গিয়ে আশ্রয় নেন।
হাদিসা জানান, তার স্বামী মো. সোহাগ মৃধা পটুয়াখালী শহরের ফায়ার সার্ভিস অফিসে কর্মরত থাকলেও ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ঘরে তিনি ও তার মেয়ে তিন বছর বয়সী ফাতিমাতুজ্জোহরা উপস্থিত ছিল।
জাহেদা জানান, হাদিসা ভাবির স্বামী সোহাগের নতুন মোটরসাইকেলটিও ভাঙচুর করেছে।
খালেক মৃধা জানান, ‘হামলার সময় সন্ত্রাসীরা বলছে এ রকম ভিডিও করা ঠিক হইছে? এই বলেই তারা ঘরের চারদিকের টিনের বেড়া কুপিয়েছে’।
পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করেন বায়েজিদ
ঘটনাস্থলে উপস্থিত সদর থানার এসআই ছলিমুর রহমান জানান, ‘ওসি সাহেবের নির্দেশে ঘটনাস্থলে এসে তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। ঘরের টিন কুপিয়েছে, কিছু মালামাল ভাঙচুর করেছে। সকলের সঙ্গে কথা বলছি। বিস্তারিত পরে জানাতে পারব’।
এ দিকে পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে নেয়ার অপরাধে দায়ের মামলার আসামি বায়েজিদ তালহার (৩০) ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে শরীয়তপুরের আদালত।
সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বায়েজিদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।
আইনিউজ/এসডি
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- দেশে লাল কাঁঠাল চাষে ব্যাপক সম্ভাবনা
- রোজার মধ্যে চার তলায় না উঠায় ফুডপান্ডা রাইডারকে মারধর
- বাংলাদেশের বুকে ভয়ঙ্কর যত ঘূর্ণিঝড়
- পাখির বাসায় বিষাক্ত সাপ, হাত দিয়ে প্রাণ হারালো শিশু
- কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে টনের টন প্লাস্টিক ও ই-বর্জ্য
- বিশ্ববিদ্যালয় পড়ুয়া চার তরুণ উদ্যোক্তার হাত ধরে চাটগাঁ এক্সপ্রেস
- ভিন্ন ধর্মের হয়েও রোজাদারদের দ্বারে ইফতার নিয়ে ছাত্রলীগ নেত্রী
- দারিদ্র্যতায় ফিকে হয়ে যাওয়া শিশুদের স্বপ্ন দেখাচ্ছেন তারা
- নোয়াখালীতে ৬০ মাসে পঞ্চাশের অধিক নারী ধর্ষণ