Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৭ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ২৮ জুন ২০২২

ঠাকুরগাঁওয়ে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশন লাইনে একটি ছাগলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ছাগলের মালিক আসলাম হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২৭ জুন) আনুমানিক বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার শিবগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে নিহত আসলাম সদর উপজেলার  জামালপুর ইউনিয়নের পূর্ব পারপূগী গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড় থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দিলে বিকালে শিবগঞ্জ রেল স্টেশনে প্রবেশ করার সময় লাইনের উপরে আসলাম হোসেনের একটি ছাগলের বাচ্চা রেল লাইনের উপরে চলে যায়। আর সেই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিক ট্রেন চলে আসলে ট্রেনের নিচে কাটা পড়ে সেখানেই বৃদ্ধিত মৃত্যু হয়।

দিনাজপুর থেকে রেলওয়ে থানা পুলিশের কর্মকর্তারা রাওনা দিয়েছেন এবং তারা এসে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ