Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

হুমায়ুন কবীর

প্রকাশিত: ২৩:৪৮, ২৯ জুন ২০২২

রাণীশংকৈলে পুকুরের পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে পড়ে সলিমউদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

উপজেলার ভাংবাড়ি উত্তরপাড়া গ্রামে বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। সলিমউদ্দিন ওই গ্রামের মৃত মহোবুল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্মন বৃদ্ধের পুকুরের পানিত ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ সেখ মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, ঘটনার দিন সলিমউদ্দিন (প্যারালাইজড রোগী) অসুস্থবস্থায় বাড়ির পাশের পুকুর পাড় দিয়ে মাগরিবের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন।

এ সময় তিনি পা পিছলে পুকুড়ে পড়ে মারা যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের লোক পুকুরে ওই বৃদ্ধের মাথার টুপি দেখতে পায়। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ