Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫১, ১০ জুলাই ২০২২

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৫তম জামাত, লক্ষাধিক মানুষের জনস্রোত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠের ঈদ জামাত নিয়ে আগ্রহ সারাদেশের ধর্মপ্রাণ মানুষেরা। বরাবরের মতো রবিবার অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। এবার ছিল শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৫তম জামাত। আয়োজকেরা জানান, লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন নামাজে।

সকাল ৯টায় শুরু হয় ঈদের জামাত, ইমামতি করেন মাওলানা হিফজুর রহমান। 

ওয়াজিব নামাজ ও খুতবা শেষে যুদ্ধবিগ্রহ ও করোনামুক্ত পৃথিবী, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। 

ঈদ জামাত উপলক্ষে ভোর থেকেই শোলাকিয়া ঈদগাহ মাঠের দিকে আসতে থাকে জনস্রোত। সকাল ৯টার আগেই ভরে যায় শোলাকিয়া মাঠ। ছিল ভৈরব ও ময়মনসিংহের বিশেষ ট্রেন।

ঈদগাহ এলাকায় কয়েকটি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের একটি দল মোতায়েন ছিল। স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিল বিপুলসংখ্যক স্কাউট সদস্য। 

ঈদের জামাতকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় শোলাকিয়া ও আশপাশের এলাকা। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চার স্তরের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে মুসল্লিদের ঢুকতে হয় ঈদগাহ মাঠে। তবে করোনা বিধি পালনে শিথিলতা ছিল চোখে পড়ার মতো।

২০১৬ সালে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে শোলাকিয়ায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।  এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ গণমাধ্যমকে বলেন, এবার নিরাপত্তা নিয়ে কোনো হুমকি ছিল না। তারপরও শোলাকিয়ার গুরুত্ব বিবেচনায় রেখে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ