Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ১২ জুলাই ২০২২

প্রকাশ্যে ছু্রি মেরে যুবদল নেতাকে হত্যা

যশোর শহরে প্রকাশ্যে ছুরি মেরে যুবদলের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বদিউজ্জামান ধোনি (৫২) যশোর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও যশোর নগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

যশোর শহরের শংকরপুর আকবারের মোড় এলাকায় মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বদিউজ্জামান শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা ও পুলিশ বলছে, বেলা পৌনে ১২টার দিকে নিজের বাড়ির সামনে দোকনে বসে ছিলেন বদিউজ্জামান। এসময় রিকশায় করে আসা কয়েকজন তার কাছে এসে শার্টের কলার ধরে ধারালো ছুরি দিয়ে অতর্কিত কয়েকটি আঘাত করে তাকে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় বদিউজ্জামানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বেলা ১২টা ১০ মিনিটের দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদল নেতা বদিউজ্জামানের মৃত্যু হয়েছে জানিয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, ‘কারা কী কারণে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পুলিশের কয়েকটি দল দুর্বৃত্তদের শনাক্তে মাঠে রয়েছে।’

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ