Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ১২ জুলাই ২০২২

ধর্ষণ মামলায় ১০ বছরের সাজা এড়াতে ৩২ বছর পাকিস্তানে, ফের ধরা

গৃহবধূকে ধর্ষণ। আদালতে সাজা হলো দশ বছরের। সেই সাজা এড়াতে ভারত হয়ে পাকিস্তানের করাচি। কেটে গেছে দীর্ঘ ৩২ বছর। সম্প্রতি দেশে ফিরে ছদ্মবেশ সাজাপ্রাপ্ত আসামির। তবে শেষ রক্ষা হয়নি।

ঘটনা ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম দরবেশ গ্রামের। এই গ্রামেরই আবুল কামেমের ছেলে আইয়ুব আলি। ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এ ব্যক্তিকে ধরার পর সাজাভোগে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।

সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়, ধর্ষণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আইযুব আলীকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। ১৯৮৯ সালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে ফেনীর আদালতে মামলা করেন ভুক্তভোগী সেই নারী।

তদন্ত শেষে আইযুব আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে তার অনুপস্থিতিতে ফেনীর জেলা ও দায়রা জজ আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। ওই সময় আইয়ুব আলীর বয়স ছিল আনুমানিক ২০/২২ বছর।

ধর্ষণ মামলায় দণ্ডিত হওয়ার পর ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে আইযুব আলী ভারত হয়ে পাকিস্তানে পালিয়ে যান। দেশটির করাচি শহরে ঠাঁই নেন। সেখানে দীর্ঘদিন থাকার পর গত বছর এলাকায় এসে ছদ্মবেশে লুকিয়ে থাকেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়ান বলেন, ‘আইযুব আলীকে আটকের পর তিনি তার পরিচয় গোপন করে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন। পুলিশের জেরার মুখে বেরিয়ে আসে আসল পরিচয়। পরে তাকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে সাজাভোগের জন্য আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।’

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ