Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ১৭ জুলাই ২০২২

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ২ জন আটক

টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কারাতে প্রশিক্ষণ টিমের কমান্ডারসহ দুই জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

রোববার (১৭ জুলাই) এপিবিএন বিষয়টি জানিয়েছে। আটকদের কাছ থেকে দেশি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার (১৬ জুলাই) রাতে গোপনে পাওয়া খবরের ভিত্তিতে টেকনাফ উপজেলার উনচিপ্রাং এর ২২নং ক্যাম্পের সি ব্লকে অভিযান চালায় এপিবিএনের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একত্রিত হওয়া রোহিঙ্গা ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে।

এসময় আবুল বশর প্রকাশ ওমর (৩৪) ও রহমত উল্লাহকে (১৯) কে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশি অস্ত্র, রামদা এবং ইয়াবা উদ্ধার করা হয়। তাদের একজন বালুখালী ক্যাম্প-৪, অপরজন কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

আটক আবুল বশর প্রকাশ ওমর ‘আরসা’র কারাতে প্রশিক্ষণ টিমের কমান্ডার বলে জানিয়েছে ১৬ এপিবিএন।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ