Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২২ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৫, ২০ জুলাই ২০২২

প্রেমিকার মৃত্যু সইতে না পেরে চলে গেলেন প্রেমিকও

গাজীপুরের তাসমিম তাহসিন আলিফের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো শান্তর। কিন্তু সম্প্রতি তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে কলেজশিক্ষাত্রী প্রেমিকা তাসমিম গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন। খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন প্রেমিক শান্ত। প্রেমিকার মৃত্যু সইতে না পেরে তিনিও গলায় ফাঁস দিয়ে জীবনের মায়া ত্যাগ করে চলে গেলেন শান্ত নিজেও।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের পূবাইলে প্রেমিকার মৃত্যুর দুই দিন পর প্রেমিক ফাহিম হোসেন শান্তর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ জুলাই) ভোর ৫টায় পূবাইল থানাধীন হারবাইদ এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ফাহিম হোসেন শান্ত গাজীপুর জেলার পূবাইল থানাধীন হারবাইদ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ জুলাই) তাসমিম ও শান্তর মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কলেজছাত্রী তাসমিম তাহসিন আলিফ গলায় ফাঁস দেন। আত্মহত্যার সংবাদটি প্রেমিক শান্ত ফোন দিয়ে তার পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে আলিফের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সেই সূত্র ধরেই বুধবার (২০ জুলাই) প্রেমিক শান্ত আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।
বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, আলিফের মৃত্যুর পর থেকেই শান্ত অন্যরকম হয়ে যায়। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ভোরে নামাজ পড়ার সুযোগে শান্ত বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশটি শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News

রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ