Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২২ জুলাই ২০২২

নিকলী হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে হাওর। ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলীতে হাওর। ফাইল ছবি

কিশোরগঞ্জের নিকলীতে হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম মো. আকাশ (২৬)। তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার রাজদী গ্রামের রেজাউল করিমের ছেলে বলে জানা যায়। 

শুক্রবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু হয়। 

থানা সূত্রে জানা যায়, আজ সকালে নিহত আকাশ (২৬), তুহিন (২৬), হাসিব (২৪), তিন বন্ধু মিলে ঢাকা থেকে কিশোরগঞ্জের নিকলী কুর্শা হাওরে তিন রাস্তার মোড়ে আসেন। সেখানে তাদের মোটরসাইকেল রেখে নিকলী-গুরুই রাস্তায় বর্ষার পানিতে বন্ধুরা মিলে জলকেলি খেলেন। হঠাৎ পা পিছলে গেলে গভীর জলে তিন বন্ধু ডুবে যান।

এসময় স্থানীয়রা তুহিন ও হাসিবকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আকাশ নিখোঁজ থাকায় নিকলী উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট এসে আকাশকে হাওরের পানির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিকলী থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলী থানার অফিসার ইনচার্জ মো. মুনসুর আলী আরিফ বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

আইনিউজ/এসডি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ