Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ২৪ জুলাই ২০২২

গাজীপুরের শ্রীপুরে

গেটম্যানের গাফিলতিতে বাস-ট্রেনের সংঘর্ষ, ৩ জনের মৃত্যু

গেটম্যান না থাকায় ঘটনাস্থলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ আছে

গেটম্যান না থাকায় ঘটনাস্থলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ আছে

গাজীপুরের শ্রীপুরে রেলক্রসিংয়ের সময় একটি শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় কমপক্ষে তিনজন মারা গেছেন বলে জানা গেছে। এদিকে গেটম্যান না থাকায় প্রায়শই এখানে এরকম দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।

জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের মাইজপাড়া ক্রসিংয়ে রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।

নিহতদের মধ্যে একজনের নাম রাহিমা খাতুন প্রিয়া (২২)। তিনি উপজেলার বালিয়াপাড়া গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী। শ্রীপুরের জামান ফ্যাশন ওয়ারস লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের থেকে জানা যায়, গেটম্যান না থাকায় ঘটনাস্থলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। জামান ফ্যাশনের শ্রমিকবাহী গাড়িটি কারখানায় যাচ্ছিল। লেভেল ক্রসিংয়ে গেট নামানো না থাকায় রেললাইনে উঠে পড়ে বাসটি। সেসময় চলে আসে ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেন। বাসটিকে ঠেলে বেশ কিছুদূর নিয়ে যায় ট্রেনটি। এতে দুমড়ে-মুচড়ে যায় বাস। গেটম্যানের গাফিলতিতে এ দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেন সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্ল্যাহ বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ