Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

প্রকাশিত: ১৬:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২২

ডিমলায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে পেটালেন শিক্ষক

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাড়িতে কোচিং সেন্টার চালাচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাড়িতে কোচিং সেন্টার চালাচ্ছিলেন অভিযুক্ত শিক্ষক

নীলফামারীর ডিমলায় ঝুনাগাছ চাপানী দুদিয়া পাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বদেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে স্থানীয় দুই সাংবাদিককে মারধর করার অভিযোগ ওঠেছে।

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার ঝুনাগাছ চাপানীর ইউনিয়নের চাপানি বাজারের সংলগ্ন ওই শিক্ষকের নিজ বাড়িতে অবস্থিত কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সাংবাদিক মামুন অর রশিদ বাদী হয়ে গতকাল বুধবার রাতে ডিমলা থানায় শিক্ষক স্বদেশ চন্দ্র রায়ের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা যায়, এসএসসি পরীক্ষা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে পরীক্ষা চলাকালীন সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। কিন্তু সরকারি নির্দেশনা উপেক্ষা করে এসএসসি পরীক্ষা শুরুর এক দিনে আগেও নিজ বাড়িতে কোচিং সেন্টার খোলা রেখে পাঠদান অব্যাহত রেখেছেন স্বদেশ চন্দ্র রায়।

এ বিষয়ে বুধবার (১৪সেপ্টেম্বর) বিকেলে পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করতে ওই কোচিং সেন্টারে গেলে স্বদেশ চন্দ্রের হামলার শিকার হন দৈনিক আলোকিত পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন অর রশিদ ও দৈনিক একুশের বানী'র স্টাফ রিপোর্টার মশিয়ার রহমান।

হাসপাতালে চিকিৎসাধীন মামুন রশিদ বলেন, স্বদেশ চন্দ্রের বাড়িতে গিয়ে দেখা যায় সরকারের নির্দেশনা না মেনে সেখানে এখনও কোচিং সেন্টার চলছে । এসময় কোচিং সেন্টারের ভেতরে প্রবেশ করলে পঞ্চাশোর্ধ শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়। এদের মধ্যে এবছরের এসএসসি পরীক্ষার্থীও রয়েছে। কথা বলতে কয়েকজন শিক্ষার্থীর কাছে গেলে তারা কোনো কথা না বলে দ্রুত স্থান ত্যাগ করে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক স্বদেশ চন্দ্র রায় দুর্ব্যবহার করেন। অতর্কিত হামলা করে সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেন শিক্ষক স্বদেশ চন্দ্র রায়।

জলঢাকা উপজেলার সংবাদকর্মী মশিয়ার রহমান জানান, ক্যামেরা চলাকালে তাঁকে (মশিয়ার) ও তাঁর সহকর্মী মামুনকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারা করা হয়। ক্যামেরা কেড়ে নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে  মারতে মারতে রাস্তায় বের করে দেয়।

এসময় ওই শিক্ষক উপজেলার সাংবাদিক সমাজের উদ্যেশ্যে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে জানান তারা।

এ বিষয়ে জানতে শিক্ষক স্বদেশ চন্দ্রের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায় নি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সরকারি আদেশ অমান্য ও সাংবাদিককে লাঞ্চিত ও মারধর করার ঘটনায় ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিকের উপর হামলার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আশ্বাস দেন তিনি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়