Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২২

বাঙালি এখন বিশ্ব দরবারে এক মর্যাদাপূর্ণ জাতি : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

বাঙালিরা চিরদিন শাসিত ছিলো, সেই শাসিত জাতিকে বঙ্গবন্ধু শাসকে রূপান্তরিত করে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাঙালি জাতি এখন বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ জাতি।

গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

বক্তব্যে মন্ত্রী তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ ২১ বছর বাংলাদেশকে স্বাধীনতা বিরোধীরা পেছনের দিকে নিয়ে গিয়েছিল। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অঙ্গীকার করেছিলেন। তিনি সে অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। তিনি অসম্ভবকে সম্ভব করে দেশের জন্য জাতির জন্য সর্বক্ষেত্রে সফলতা নিয়ে এসেছেন।

এই সফলতা ষড়যন্ত্রকারীরা সহ্য করতে পারছে না মন্তব্য করে নুরুজ্জামান বলেন, তারা প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হতে পারেনি। জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সরকার গঠন করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মতিউর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা, রাকিবুজ্জামান আহমেদ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা ও অধ্যক্ষ মো. রবিউল ইসলাম মানিক, ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ