Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

মো. আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ১২ অক্টোবর ২০২২

খানসামা উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা

দীর্ঘ ১০ বছর পর নতুন কমিটি পেল খানসামা আওয়ামী যুবলীগ

দীর্ঘ ১০ বছর পর নতুন কমিটি পেল খানসামা আওয়ামী যুবলীগ

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১০ বছর পর খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ১১ (অক্টোবর) বিকাল ৩টায় আনন্দঘন পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পাকেরহাট (প্রস্তাবিত) শিশুপার্কে প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপত্যাশিদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই এর মাধ্যমে দ্বিতীয় অধিবেশন শুরু হয় পাকেরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে।

পরে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলামকে সভাপতি ও খানসামা উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নকে পুনরায় সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

নতুন কমিটির সভাপতি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন

আংশিক এ কমিটিতে ঠাই পাওয়া অন্যরা হলেন-
মনজিল আফরোজ পারভীন, সাংগঠনিক সম্পাদক, শেখ রফিকুল ইসলাম, আইনুল হক শাহ,রত্ন কুমার রায় (রতন বিএসসি), আমিনুল ইসলামকে  সহ-সভাপতি, আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাসকে যুগ্ম সাধারণ সম্পাদক, প্রমথ চন্দ্র রায়কে দপ্তর সম্পাদক, এ্যাড. সামসুর রহমান পারভেজকে আইন বিষয়ক সম্পাদক  এবং উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা আহমেদ শাহকে সদস্য করে খানসামা উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ও বিভাগীয় টিমের কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন।

মঙ্গলবার সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার এমপি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসান মাহমুদ আলী এমপি।

বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এড. সফুরা বেগম রুমি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর ৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছিল। এতে শাহ্ আব্দুর জব্বার হেডমাস্টার কে সভাপতি এবং সফিউল আযম চৌধুরী লায়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ