Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০২, ১৩ অক্টোবর ২০২২

৩ মাস পর হারানো পিতাকে সন্তানের কোলে ফিরিয়ে দিল পুলিশ

পরিচয় নিশ্চিত হওয়ার সন্তানের হাতে তোলে দেয়া হয় আব্দুর রশিদকে

পরিচয় নিশ্চিত হওয়ার সন্তানের হাতে তোলে দেয়া হয় আব্দুর রশিদকে

দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন ভোটার পাড়া এলাকায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার সন্তানের কাছে ফিরিয়ে দিয়েছে নবাবগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে নাবাবগঞ্জের ভোটার পাড়া এলাকায় ওই বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করেন এলাকাবাসী। তবে তিনি সঠিকভাবে তার নাম, ঠিকানা বলতে না পারায় এলাকাবাসী পুলিশকে বিষয়টি অবগত করে।

পুলিশ পরে ঠিকানা সংগ্রহ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

ওই ব্যক্তির নাম মো. আব্দুর রশিদ (৬৫)। তিনি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার নাওশালা গ্রামের বাসীন্দা। তার পিতার নাম মৃত কাশের আলী।

পুলিশ সূত্র জানায়, নবাবগঞ্জে তাকে উদ্ধারের পর তার নাম, ঠিকানা সংগ্রহ করে দেখা যায় তিনি কুড়িগ্রামের রাজিবপুর ইউনিয়নের বাসিন্দা। পরবর্তীতে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আব্দুর রশিদ জুলাই মাসে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি এতদিন।

তিনি ২০২২ সালের ১৫ জুলাই তার ছোট ছেলে মো. শাহিন (২৫) এর বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নস্থ আদর্শ তল্লাপাড়া থেকে নিখোঁজ হন।

গতকাল বুধবার (১২ অক্টোবর) আব্দুর রশিদের ছেলে মো. শহিন সহ নিকট আত্মীয়রা নবাবগঞ্জ থানায় এসে তার পরিচয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে পুলিশ।

পরিচয় নিশ্চিত হওয়ার সন্তানের হাতে তোলে দেয়া হয় আব্দুর রশিদকে (৬৫)।
 
পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে তার ছেলে মো. শাহিনের জিম্মায় প্রদান করা হয়।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ