Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৬ ১৪৩২

মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা

প্রকাশিত: ১৮:১৬, ১৭ অক্টোবর ২০২২

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ডিমলায় ফেরদৌজ পারভেজ বিজয়ী

ভোটের ফলাফল শুনে ফেরদৌজ পারভেজের সমর্থকদের বিজয় উল্লাস

ভোটের ফলাফল শুনে ফেরদৌজ পারভেজের সমর্থকদের বিজয় উল্লাস

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ঘোষণা অনুযায়ী সারা দেশের মতো নীলফামারীর ডিমলায়ও অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় জেলা পরিষদ নির্বাচন। ডিমলায় সাধারণ সদস্য পদে ফেরদৌজ পারভেজ (টিউবয়েল) প্রতীকে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ জেলায় সর্বমোট ভোটার ৮৫৮ জন এর মধ্যে পুরুষ ৬৫৩ জন এবং নারী ভোটার রয়েছে ২০৫ জন। এর মধ্যে ডিমলা উপজেলায় ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা সংরক্ষিত সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে গঠিত মোট ভোটার সংখ্যা ১৩৩।

উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের সার্বিক তত্বাবধায়নে নিছিদ্র নিরাপত্তা বেষ্টনীর চাদরে ঢাকা ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে সাধারণ সদস্য পদে ফেরদৌজ পারভেজ (টিউবয়েল) প্রতীকে ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দি প্রার্থী এম এ বারী সূর্য (বৈদ্যুতিক পাখা) প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট।

ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক (আনারস) প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট, বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩৬ ভোট, সাধারণ সদস্য পদে ফেরদৌজ পারভেজ (টিউবয়েল) প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট ও এম এ বারী সূর্য (বৈদ্যুতিক পাখা) প্রতীকে পেয়েছেন ৫৬ ভোট।

দুইটি সংরক্ষিত নারী সদস্য পদে রোকসানা পারভীন দীপ্তী (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৪৬ ভোট ও মেহেরুন আক্তার পলিন (হরিন) প্রতীকে পেয়েছেন ৪৬ ভোট।

এবারে জেলা পরষিদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০২ জন, সাধারন সদস্য পদে ২১ জন ও দুইটি সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোট কেন্দ্রে প্রতিটি বুথে সিসি ক্যামেরা স্থাপন করায় কোন সহিংসতা ছাড়াই সুষ্ঠ, অবাধ, নিরপক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এদিকে ভোটের ফলাফল শুনে ফেরদৌজ পারভেজ সকল ভোটার, সমর্থক ও ডিমলাবাসীকে অভিনন্দন জানায়। 

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ