Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

ঢাকা :

প্রকাশিত: ১৬:৩১, ১২ ডিসেম্বর ২০২২

আর্তমানবতার সেবায় কাজ করবে ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’

শিশুদের মাঝে একবেলার খাবার বিতরণ

শিশুদের মাঝে একবেলার খাবার বিতরণ

‘আর্তমানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ’- স্লোগান নিয়ে রাজধানী ঢাকার ধানমন্ডিতে ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’ যাত্রা শুরু করেছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে এর উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ক্রিয়েটিভ ফ্যাশন ডিজাইনার নিগার সুলতানা।

নিজের জন্মদিনে মানবিক কাজের ব্রত নিয়ে সংগঠনটির ঘোষণা দেন এই তরুণ উদ্যোক্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে ধানমন্ডি এলাকায় ৫০ জন অসহায় গরীব ও পথ শিশুদের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়।

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আহ্বায়ক ও প্রধান উদ্যোক্তা নিগার সুলতানা কথা বলেন আই নিউজের সাথে। তিনি জানান তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ও ভবিষ্যত পরিকল্পনা কথা।

নিগার সুলতানা বলেন, মানবেতর জীবনযাপন করা মানুষের আস্থা ও ভরসার ঠিকানা হবে 'স্বপ্নপূরণ ফাউন্ডেশন। তরুণ প্রজন্মের এ সংগঠনটি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে।

মানবিক কাজের এই মহান উদ্যোগটি আমার জন্মদিনে পথশিশুদের সাথে নিয়ে খাবার বিতরণের মাধ্যমে উদ্বোধন করেছি।  কাউকে প্রধান অতিথি করে নয়, নিজের সৃষ্টি করা প্রতিষ্ঠান নিজেই উদ্বোধন করলাম।

নিগার সুলতানা বলেন- বদলে যাব,  বদলে দিব, তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ। এই ব্রত নিয়ে স্বপ্নপূরণ ফাউন্ডেশন এগিয়ে যাবে। স্বপ্নের নবযাত্রায় আমি সবসময় তরুণ প্রজন্মের দিন বদলের উদ্দেশ্য নিয়ে স্বেচ্ছাসেবক কর্মীদের পাশে থাকব।’

তিনি ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, বহু দিনের কাংখিত স্বপ্নকে বাস্তবায়নের উদ্দেশ্য এই সংগঠন তৈরি করা হয়েছে। তাঁর কিছু স্বপ্ন এখনও টিকে আছে, তাই ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন’।

একদল বন্ধু মহলের সমন্বয়ে গঠিত এ ফাউন্ডেশন। যাদের মাধ্যমে পথ শিশুদের খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে। দুস্থ-অসহায় ও সুবিধাবঞ্চিতদের চিকিৎসা সেবায় সহযোগিতা, দরিদ্র এতিমদের শিক্ষা ও স্বাস্থ্যের মান উন্নয়ন, অবহেলিত নারীদের সহায়তা করা হবে। এতিম, মাদ্রাসা ও মাসজিদে সাদাকা দেওয়া হবে। সার্মথ্যহীন বিবাহযোগ্য কন্যাদের বিবাহের ব্যবস্থা করা হবে। যৌতুক প্রথারোধ করা, নির্যাতিত নারীদের আইনি সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে রাস্তার সুরক্ষা, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা হবে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকট মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়াবে সংগঠনটি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ