Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১৩ ডিসেম্বর ২০২২

বিএম ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে

বিএম কন্টেইনার ডিপোর প্রবেশধার। ফাইল ছবি

বিএম কন্টেইনার ডিপোর প্রবেশধার। ফাইল ছবি

মতো চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আজ বিকেলে দ্বিতীয়বারের আগুন লাগে। তবে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। আজ (১৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ আগুন লাগে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল ঘটনার ব্যাপারে বলেন, আগুনের খবরে কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

এর আগে গত ৫ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনে দমকলকর্মীসহ ৪৯ জনের মৃত্যু ঘটে। এছাড়া আহত হন আরো দুই শতাধিক।

এই ঘটনাটি সারাদেশের মানুষকে স্তব্ধ করে দেয়। বিএম ডিপোতে অরক্ষিত অবস্থায় মালামাল রাখার দায়ে কতৃপক্ষের কঠোর সমালোচনাও করেন দেশের আপামর জনসাধারণ। ঘটনার ৫ মাসের মাথায় একই ডিপোতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আজ।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ