Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ১৪ ডিসেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ে ২ দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। ছবি- আইনিউজ

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। ছবি- আইনিউজ

ঠাকুরগাঁও জেলার সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের নিয়ে দুই দিনব্যাপী ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১২ ডিসেম্বর) শুরু হওয়া এই উৎসব মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

সোমবার (১২ ডিসেম্বর) শহরের ইএসডিও অডিটোরিয়ামে এ কনভেনশন ও উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার রাণীশংকৈল উপজেলার কৃতিত্বপূর্ণ বীরঙ্গনা সীতা হেমব্রম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ ও সাবেক অধ্যাপক প্রফেসর শফি আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জনশীল গোপাল। স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহাম্মদ শহীদ উজ জামান।

এ সময় সমতলের ক্ষুদ্র নৃতাাত্ত্বিক জনগোষ্ঠীর বিদ্যমান সংকট ও উত্তরণের পন্থা বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রুবায়েত ফেরদৌস।

ক্ষুদ্র নৃ গোষ্ঠী সদস্যদের সাংস্কৃতিক পরিবশনা। ছবি- আইনিউজ

এ বিষয়ের আরও আলোচনা করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. তুহিন ওয়াদুদ, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিভাগীয় প্রধান জুয়েল আহমেদ সরকার।  

এরপর উত্তরবঙ্গের কৃষক বিদ্রোহ ও প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সমাজ গবেষক ও সাবেক অতিরিক্ত সচিব কালী রঞ্জন বর্মন।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় বিষয়ের উপর আলোকপাত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. ওয়ারদাতুল আকমাম ও দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান জামিল।

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন সংগ্রামের গল্প বিষয়ক তৃণমূল সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে আলোচক ছিলেন নারগুন কহরপাড়া ভিডিসির সভানেত্রী আরতি মার্ডি, পীরগঞ্জ বৈরচুনা গিলাবাড়ি ভিডিসি’র সভানেত্রী সরলা মুর্মু, রাণীশংকৈল হোসেনগাঁও রাউতনগর ভিডিসি’র সভাপতি সিংরাই সরেন।

উৎসবের দ্বিতীয় দিনে সমতলের ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠি সাঁওতাল, ওঁড়াও, পাহান, মশহর, ভুনজার সম্প্রদায়ের সমন্বয়ে আদিবাসী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। আয়োজনের মধ্যে ছিলো আদিবাসী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা।

এই আদিবাসী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার উদ্ভোধন করেন ফজলে হোসেন বাদশা, মাননীয় সংসদ সদস্য, রাজশাহী-২ ও প্রেসিডেন্ট, পার্লামেন্টারী ককাস অন ইনডিজিনিয়াস পিপলস্ অফ বাংলাদেশ।

গেষ্ট অনার হিসেবে ছিলেন, উপাচার্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মেসবাহ কামাল ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাত এ. ফেরদৌসী, সাধারণ সম্পাদক, গবেষণা ও উন্নয়নে কালেকটিভ (RDC) ও যুগ্ম সম্পাদক, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ও ইএসডিও পরিচালক(প্রশাসন) ড. সেলিমা আখতার এবং ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এই আয়োজনের সভাপতিত্ব করেন জনাব ডোরা চৌধুরী, কান্ট্রি ডিরেক্টর, হেকস/ ইপার।

উদ্বোধন শেষে, অতিথিরা আদিবাসী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সেই সাথে তাদের জীবন-যাপন, সংস্কৃতি ভাষা, খাদ্য ইত্যাদি সম্পর্কে ধারণা গ্রহণ করেন।

সাংস্কৃতিক পরিবেশনা পর্বে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ১০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিজেদের গান, নাচ ও নাটকের মাধ্যমে তাদের সংস্কৃতিক কৃষ্টি-কালচার সবার মাঝে তুলে ধরেন।

মূল অতিথিরা ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-যুব ক্লাব এবং সামাজিক সংগঠন, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও এনজিও, গণমাধ্যম প্রতিনিধি, জেলা ও উপজেলা এ্যাডভোকেসি প্রতিনিধিগণ এ মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ