Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ৯ জানুয়ারি ২০২৩

পঞ্চগড়ে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি!

তীব্র কুয়াশায় ঢেকে আছে সূর্য।

তীব্র কুয়াশায় ঢেকে আছে সূর্য।

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তীব্র ঠাণ্ডা ও কনকনে শীতে জবুথবু জনজীবন। আজ সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। ভোর ৬টার দিকে ৭.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল শাহ্  বলেছেন, সোমবার সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববারও সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

জেলার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, উত্তরের জেলা পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত তাপমাত্রা ৯.৬, ৯.৫ ও ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল। রোববার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কমে আজ ৭ ডিগ্রিতে পৌঁছেছে। যা মাঝারি শৈত্যপ্রবাহ।

উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে স্মরণকালের সবচেয়ে কম ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ