Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৫ ১৪৩২

ডিমলা প্রতিনিধি

প্রকাশিত: ১২:১২, ২৩ জানুয়ারি ২০২৩

ডিমলায় বোরো ধান রোপনে ব্যস্ত কৃষকরা 

ক্ষেতের আলে বসে খাবার খাচ্ছেন কৃষকরা। ছবি- আই নিউজ

ক্ষেতের আলে বসে খাবার খাচ্ছেন কৃষকরা। ছবি- আই নিউজ

নীলফামারীর ডিমলায় দশটি ইউনিয়নের কৃষকরা বোরো ধান রোপনে ব্যস্ত। চলমান তীব্র শীত উপেক্ষা করে আগাম বোরো ধানের চারা রোপনের জন্য স্থানীয় শ্রমজীবি কৃষকরা ট্রাক্টর দিয়ে হাল চাষ, ধানের চারা তুলছেন। আবার কেউ জমিতে মই টানছেন, কোদাল দ্বারা আইল ছাটানোর কাজ করছেন।

সোমবার (২৩ জানুয়ারি) ডিমলার বিভিন্ন ইউনিয়নের ফসলী মাঠ ঘুরে দেখা যায় এমনি চিত্র। সবদিকে কর্মচাঞ্চল্য আর কৃষকদের ব্যস্ততা। চাষী বউরা এই ব্যস্ততায় ঘরের মানুষটির জন্য খাবার নিয়ে এসেছেন মাঠেই। 

এলাকার একজন স্থানীয় কৃষক আব্দুল হামিদ, নিজের দশ বিঘা জমিতে হাইব্রীড জাতের বোরো ধানের চারা রোপন শুরু করছি। তিনি বলেন, গত বছরের চেয়ে এবারে বোরো ধানের আবাদে খরচ বেশি। ট্রাক্টরের ভাড়া, শ্রমিকের দাম, সার, কীটনাশক সহ সেচমুল্য উর্দ্ধগতি। আমাদের জমিগুলো নিচু, এক ফসল ছাড়া দুই ফসল হয় না। কৃষক ওয়াহেদ আলী জানান, পৌষ মাসের মাঝামাঝিতে আগাম ধান রোপন করছি। কয়েকদিনের মধ্যেই বোরো ধান রোপন শেষ হবে।  

এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী বলেন, উপজেলার কৃষকরা শীত উপেক্ষা করে বোরো ধান রোপন করছে। আবহাওয়ায় অনুকুল থাকলে বোরো ধানের ফলন ভাল হবে। এ উপজেলায় গত বোরো মৌসুমে প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। 

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার নাজমুল হক বলেন, ডিমলা উপজেলা কৃষি অফিস হইতে কৃষকদের বোরো মৌসুমে সর্বাত্মক সহযোগীতা ও পরামর্শ প্রদান করা হবে। 

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ