Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

ডিমলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০০, ৩১ জানুয়ারি ২০২৩

অবৈধভাবে মাটি কাটার হিড়িক, এস্কেভেটর মেশিন জব্দ

জব্দ করা মাটি কাটার এস্কেভেটর মেশিন। ছবি- আই নিউজ

জব্দ করা মাটি কাটার এস্কেভেটর মেশিন। ছবি- আই নিউজ

নীলফামারীর  ডিমলায় এস্কেভেটর (ভেকু) মেশিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন।  ভূমি  সুরক্ষা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি জমির মাটি বিক্রির মহোৎসবে মেতেছে ডিমলার মাটি-বালু ব্যবসায়ীরা। কৃষি জমি কেটে বানানো হচ্ছে গভীর পুকুর। এদিকে একের পর এক কৃষি জমি থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় কমে যাচ্ছে কৃষি জমি । 

জমির মালিকেরা মোটা অঙ্কের টাকার লোভে আবাদি জমির মাটি কেটে জমি নষ্টে সহায়তা করছেন। এরই প্রেক্ষিতে একাধিক অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় "ডিমলায় অবাধে চলছে ফসলি জমির মাটি কর্তন ও বিক্রির মহোৎসব" শিরোনামে খবর প্রকাশিত হয়।  

পত্রিকায় খবর প্রকাশের পর ৩১ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ডিমলা থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর নেতৃত্বে  উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে ভাঙ্গারপুল এলাকায় সরে জমিনে গিয়ে মাটি কাটা এস্কেভেটর (ভেকু) মেশিনটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জব্দ করে নিয়ে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন সংবাদকর্মীদের বলেন, মাটি/ বালু ব্যবসায়ীরা ফসলী জমির মাটি/ বালু কেটে বিক্রি করার দায়ে এস্কেভেটর (ভেকু) মেশিনটি জব্দ করা হয়। তবে এসময় মাটি কাটার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। 

আই নিউজ/এইচএ 

আই নিউজের ভিডিও গ্যালারী 

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ