Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

মো. আজিজার রহমান, দিনাজপুর

প্রকাশিত: ১৭:১৬, ১ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৭:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৩

শীঘ্রই বিচারে দাবি স্থানীদের

স্কুল ছাত্রীদের পর্নোগ্রাফি দেখান, গায়ে হাত দেন শিক্ষক

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্কুল কতৃপক্ষ ও অভিভাবকরা। ছবি- আই নিউজ

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে স্কুল কতৃপক্ষ ও অভিভাবকরা। ছবি- আই নিউজ

দিনাজপুরের খানসামায় স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন, শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের কর্মীসহ ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।

অভিযুক্ত শিক্ষকের নাম সিরাজুল ইসলাম(মাহামুদ)। তিনি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ৪২নং মধ্য আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতন সহ ছাত্রীদেরকে যৌন হয়রানি, উত্যক্ত ও ছাত্রীদের ভিডিও মোবাইলে ধারণ করার মতো অভিযোগ করা হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়- অভিযুক্ত শিক্ষক ক্লাসে বিভিন্ন অজুহাতে ছাত্রীদের সাথে অসৎ আচরণ করেন প্রায়শই। তার মোবাইলের মাধ্যমে ছাত্রীদেরকে তিনি অশ্লীল ছবি, ভিডিও দেখান ও বিভিন্ন সময় ছাত্রীদের গায়ে হাত দেন বলেও অভিযোগ করেন ভোক্তভোগীরা।

এর জের ধরে গত ২৩ জানুয়ারি ওই বিদ্যালয়ের শিক্ষকসহ অত্র বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের নিকট বিচার দেন নির্যাতনের শিকার এক শিক্ষার্থী। কিন্তু অভিযুক্ত ওই শিক্ষক এদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাকে আর পাওয়া যায়নি। একাধিকবার তার মোবাইলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। 

সংবাদ সম্মেলনে কথা বলছেন স্কুলের প্রধান শিক্ষকসহ ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ছবি- আই নিউজ 

২৫ জানুয়ারি তারিখে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সম্মিলিতভাবে একটি লিখিত অভিযোগ করেন, ভুক্তভোগী এবং অভিভাবকরা। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণ শুনানির পর এ সংবাদ সম্মেলন করেন।

ওই এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমা, ও ফাহিমসহ আরও অনেকেই বলেন, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম বহুদিন ধরেই ছাত্রীদের সাথে অশালীন আচরণ, অহেতুক কিলঘুষি ও যৌন ইঙ্গিতসহ মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও দেখানোর মতো অসামাজিক কাজ করে আসছে।যৌন নিপীড়নের  শিকার  শাপলা (ছদ্মনাম) বলেন, স্কুলে  সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম আমার শরীরে নানা স্থানে হাত দেয় আমাকে মোবাইলে ভিডিও অশ্লীল ভিডিও দেখায় এবং এই কথাগুলো বাড়িতে যেন না বলি সেই কারণে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছেন।  

এলাকার অনেক সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দারা বলছেন, অবিলম্বে এই ঘটনার বিচার না করা হলে কঠোর আন্দোলনে ডাক দেবেন তারা। 

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ