Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১০:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩

চাঁদপুরে বাসচাপায় ৩ জনের মৃত্যু 

ইলিশের শহর চাঁদপুর সদরে যাত্রীবাহী বাসচাপায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু এবং একজন আহত হয়।

লাশগুলো এই হাসপাতালেরই মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল রশিদ।

আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়