Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

চট্টগ্রাম

প্রকাশিত: ১১:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১১:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

বাবার কুড়ালের কোপে মানসিক ভারসাম্যহীন ছেলের মৃত্যু! 

সাতকানিয়া থানা, চট্টগ্রাম।

সাতকানিয়া থানা, চট্টগ্রাম।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক বাবার কুড়ালের কোপে তার নিজের ছেলের মৃত্যু হয়েছে! এ ঘটনায় বাবা হোসেন আহমদকে আটক করেছে পুলিশ। নিহত যুবকের নাম আক্কাস উদ্দিন। সে মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছেন স্বজনরা। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নলুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব গাটিয়েডেঙ্গার চরপাড়ার তক্তার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্বজনরা জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত মাকে কয়েকবার মারধরের চেষ্টা করেন আক্কাস। এতে মা ভয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। সন্ধ্যার দিকে গাছ কাটার কথা বলে একটি কুড়াল নিয়ে বাড়ির সামনের রাস্তায় বের হন আক্কাস। এ সময় তার বাবা কুড়াল নিয়ে বাইরে যেতে নিষেধ করেন। 

পরে আক্কাস কুড়াল দিয়ে নিজের শরীরে আঘাত করতে চাইলে বাবা তাকে থামানোর চেষ্টা করেন। ফলে কুড়াল নিয়ে বাবার দিকে তেড়ে যান আক্কাস। তখন বাবা নিজেকে রক্ষা করতে কুড়ালটি কেড়ে নেন। পরবর্তীতে ছেলে পুনরায় কুড়ালটি নেয়ার চেষ্টা করলে তার মাথার পেছনে কোপ দেন বাবা। এতে ঘটনাস্থলেই মারা যান ছেলে আক্কাস উদ্দিন। 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম বলেন, বাবার কুড়ালের কোপে নিহত আক্কাস মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিন বছর আগে আক্কাসের বড় ভাই আত্মহত্যা করেন। তিনিও মানসিক ভারসাম্যহীন ছিলেন। আক্কাসের বাবা হোসেন আহমদও মাঝেমধ্যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

“সেইলর চট্টগ্রাম ২৫ কি.মি. রান - ২০২৩” অনুষ্ঠিত

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, মানসিক ভারসাম্যহীন ছেলেটি কুড়াল নিয়ে বাবাকে মারতে যান। এ সময় বাবা নিজেকে রক্ষা করার জন্য কুড়ালটি কেড়ে নেন। পরে ছেলে বাবার কাছ থেকে কুড়ালটি নিয়ে নেয়ার চেষ্টা করলে বাবা ছেলের মাথায় ঐ কুড়াল দিয়ে আঘাত করেন। এতে ছেলে নিহত হয়।

ওসি বলেন, ঘটনার পর রাত ১০টার দিকে বাবা আহমদ হোসেনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ