Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৫, ১১ মার্চ ২০২৩

পুরান ঢাকায় আবাসিক ভবনে আগুন

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় মাঠের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল ৮টা ৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তাদের প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, আগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাততলা ভবনে বিস্ফোরণে ২১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত আরও শতাধিক মানুষ। বর্তমানে ওই ভবনটির মালিকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ