Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৮, ১৯ মার্চ ২০২৩

মাদারীপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২০

দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি- সংগৃহীত

দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি- সংগৃহীত

মাদারীপুরের শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিঙ ভেঙে খাদে পড়ে যাওয়া বাসের দুর্ঘটনায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। ফলে এ ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। 

রোববার (১৯ মার্চ) সকালে শিবচরের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইমাদ পরিবহণের ওই বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। 

স্থানীয়রা জানান, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। বাসের মধ্য থেকে ১৪ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকাজ চলছে। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়