Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২০ মার্চ ২০২৩

শিবচরে বাস দুর্ঘটনা : বাস মালিকের নামে পুলিশের মামলা 

গতকাল মাদারীপুরের শিবচর হাইওয়েতে বাস খাদে পড়ে দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ইমাদ পরিবহণ নামের ওই বাসটির মালিককে আসামি করে মামলা করেছে পুলিশ। 

গতকাল রোববার রাত ২টার দিকে শিবচর  হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত দাস মামলাটি করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, যাত্রীবাহী বাস দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লক কুমার হাজরাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণসহ বিস্তারিত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়