Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ মার্চ ২০২৩

সাইকেলে চড়ে দেশের দর্শনীয় স্থান ভ্রমণে বেরিয়েছেন দুই বৃদ্ধ

সাইকেলে চড়ে দেশ ভ্রমণে বের হওয়া দুই বৃদ্ধ। ছবি- আই নিউজ

সাইকেলে চড়ে দেশ ভ্রমণে বের হওয়া দুই বৃদ্ধ। ছবি- আই নিউজ

সাইকেল চালিয়ে দুই মুসাফির এসেছেন নীলফামারীর ডিমলা তিস্তা ব্যারেজ এলাকায়। তাদের মুসাফিরের উদ্দেশ্যে দর্শনীয় স্থান পরিদর্শন ও মাজার শরীফ জেয়ারত। 

বুধবার (২২ মার্চ) বিকালে মুসাফির দুই বন্ধুকে তিস্তা ব্যারেজ এলাকায় দেখা যায়। মুসাফির দুজন হলেন মো. লোকমান হোসেন (৭৫) অপরজন হাবিবুর রহমান (৬৫)। বৃদ্ধ বয়সে সাইকেল চালিয়ে দেশের দর্শনীয় স্থান পরিদর্শন ও মাজার শরীফ জেয়ারত করতে বেরিয়েছেন। যশোর থেকে তিস্তা ব্যারেজের দুরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। আর এই বিশাল পথ ১৫ দিন সাইকেল চালিয়ে দুই মুসাফির যশোর থকে তিস্তা ব্যারেজে এসেছেন।

জানা যায়,  গত ০৭ মার্চ (মঙ্গলবার) এই দুই মুসাফির দর্শনীয় স্থান পরিদর্শন ও মাজার শরীফ জেয়ারত করতে বাড়ি থেকে বের হন। মুসাফিরদের বাড়ী গ্রাম-দৌলতদিয়া, ডাকঘর-খেজারহাট, থানা-কোতোয়ালী, জেলা-যশোর। 

মুসাফির লোকমান হোসেন একজন বধির। তিস্তা ব্যারেজ এলাকায় উৎসুক জনগন দুই মুসাফিরকে এক নজর দেখতে ছুটে আসেন।

আই নিউজ/এইচএ 

 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়