Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৫৭, ২৬ মার্চ ২০২৩

রাণীশংকৈলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। ছবি- আই নিউজ

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রোববার (২৬ মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে দিবসের শুরুতে ১২টা এক মিনিটে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকালে ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ডিসপ্লেসহ অন্যান্য অনুষ্ঠান প্রদর্শিত হয়। 

সকাল ১১টায় একই মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরষ্কার বিতরণি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত। 

কলেজের সহ-অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ'লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা,কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ওসি (তদন্ত) মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায়, যুদ্ধকালিন কমান্ডার  সিরাজুল ইসলাম প্রমুখ।

পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়