Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৩৬, ২৭ মার্চ ২০২৩

রাণীশংকৈলে আদিবাসীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জমি দখল করে রাখলেও প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেন নি অভিযুক্ত বিবাদী। ছবি- আই নিউজ

জমি দখল করে রাখলেও প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেন নি অভিযুক্ত বিবাদী। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর বাজারে আদিবাসীদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও বসতবাড়ি নির্মাণসহ গাছ রোপনের অভিযোগ উঠেছে। ওই জমির মূল মালিক দাবিদার ও অভিযোগকারী তোজাম্মেল আলমের অভিযোগ আদিবাসী স্যামুয়েল হেমরম তাদের ভিটায় জোরপূর্বক গাছ রোপন ও ঘর নির্মাণ করেছে।  অপরদিকে আদিবাসী স্যামুয়েল হেমরমের দাবি পৈত্রিক ভিটা সূত্রে এ জমির মালিক তারা। 

এ ব্যাপারে জমির মূল মালিক দাবিদার ও অভিযোগকারী তোজাম্মেল আলম বলেন, আমাদের ১ একর জমি বৃটিশ সিএস রেকোর্ডীয় মালিক আমুক্তার বিনিময়ে দলিলমূলে সমিরউদ্দিন সরকারকে ১৯৫৭ সালে হস্তান্তর করেন। পরবর্তীতে সমিরউদ্দিন সরকার ১৯৭২ সালে তাঁর ছেলে মজিরউদ্দিন সরকারকে সাফ কেবলামূলে হস্তান্তর করেন। এরপর এসএ রেকর্ড কতিপয় ব্যাক্তির নামে ভুলবশত হওয়ায় মজিরউদ্দিন সরকার মুন্সিপী আদালতে ১৮/৭৫ নং রেকর্ড সংশোধনী মক্কদমা আনয়ন করেন। এবং ১৯৭৭ সালে এ মামলার ডিগ্রীসহ রায় পান। যার সংশোধিত এস এ খতিয়ান নং ৪৪০। পরবর্তীতে বিএস/আর এস (মাঠপর্চা) ডিগ্রী খতিয়ান মূলে অদ্যবদি ভোগ দখলে আছে। ভুলক্রমে এসএস রেকর্ডীয় মালিক জেঠা সামির ওয়ারিশগণ এ জমি দাবি করে অনিয়মতান্ত্রিকভাবে দখল নেয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, তারা জমিতে ছোট ছোট চালা ঘর নির্মাণ করে ওই সব ঘরে নিজেরাই আগুণ লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। এই জমির বিরোধ নিরোসনে স্থানীয় জনপ্রতিনিধি ও নের্তৃবৃন্দ একাধিকবার এলাকায় এবং থানায় ও ভ্থমি অফিসে বসেছে কিন্তু নৃগোষ্ঠীর লোকেরা কোন কাগজপত্র দেখাতে পারে নাই। অন্যদিকে তারা জোর পূর্বক জমি দখল করে রেখেছে। 

অন্যদিকে এ ব্যাপারে আদিবাসী ও বিবাদী সামুয়েল হ্যামরম বলেন, তাদের বাপ দাদার আমলের রেকর্ডসূত্রে এ জমির মালিকের দাবিদার তারা। কিন্তু বৈধ কাগজ দেখতে চাইলে নানান টালবাহান করে এড়িয়ে যান তিনি। 

এ বিষয়ে হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমি দুই পক্ষকে ডেকেছিলাম। মজিরউদ্দিন এর ওয়ারিশগণ তাদের কাগজপত্র আমাকে দেখিয়েছে কিন্তু স্যামুয়েল ও তার ওয়ারিশগণ কাগজ দেখাতে পারেনি। এ থেকে ধারনা করা হচ্ছে এ জমির প্রকৃত মালিক মজিরউদ্দিনের ওয়ারিশগণ হতে পারে। 

তিনি আরো বলেন, আমার জানা মতে তারা ১৯৫৭ সাল থেকে অদ্যবদি এ জমি ভোগদখল করে আসছে।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়