Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

ইয়ানূর রহমান, যশোর

প্রকাশিত: ১২:৫৬, ১ এপ্রিল ২০২৩

যশোরে পৃথকভাবে ২ যুবক খুন

পৃথকভাবে খুন হওয়া দুই জন। ছবি- আই নিউজ

পৃথকভাবে খুন হওয়া দুই জন। ছবি- আই নিউজ

যশোরে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাতে যশোর শহরের বারান্দীপাড়া ও শহরতলীর ঘুরুলিয়া গ্রামে এ ঘটনা দুটি ঘটেছে।

পুলিশ একটি সুত্র জানান, মোটর পার্টস ব্যবসায়ী নাহিদ হাসান রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর শেখহাটি নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তিনি শহরের বারান্দীপাড়ায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, যশোর শহরতলীর ঘুরুলিয়া গ্রামের বাসিন্দা ইউনুসের সাথে ছোট ভাই ইউসুফের বিরোধ বাঁধে। এক পর্যায়ে রাত ৯ টার দিকে ছোট ভাই ইউসুফ বড় ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরিবারের সদস্যরা আই নিউজ প্রতিবেদককে জানান, ইউনুসকে মুমূর্ষ অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়