Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ২ এপ্রিল ২০২৩

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল যুবকের, বাসে আগুন 

বিক্ষুব্ধ জনতা ঘটনার পর বাস দুটিতে আগুন ধরিয়ে দেন। ছবি- সংগৃহীত

বিক্ষুব্ধ জনতা ঘটনার পর বাস দুটিতে আগুন ধরিয়ে দেন। ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকার সাভারের আশুলিয়ায় দুইটি বাসের গতির প্রতিযোগিতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। এমন ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই দুই বাসে আগুন ধরিয়ে দিয়েছেন। ঘটনায় নিহত ওই যুবকের নাম মেহেদী হাসান। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। দুই বাসের ওভার টেকিং এর প্রতিযোগিতায় চাপা পড়ে মারা যান তিনি। 

এদিকে বিক্ষুব্ধ জনতা কতৃক বাস দুটিতে আগুন দেয়ার খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আজ রোববার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাসান আশুলিয়ার ঘোষবাগ এলাকায় থেকে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তিনি ডেমরার টুলটুলিয়া এলাকার বাহারুলের ছেলে।

আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বাইপাইল থেকে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে দুটি বাস আবদুল্লাপুর যাচ্ছিল। পথে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের জিরাবো এলাকায় ওই দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই আরোহী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে উত্তেজিত জনতা ওই বাস দুটিতে আগুন দেয়। 

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ