Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:২০, ৯ এপ্রিল ২০২৩

ঈদের কেনাকাটা শেষে বাড়ী ফেরা হলো না বাবা-ছেলের

নিহত বাবা ও ছেলে।

নিহত বাবা ও ছেলে।

ঈদের কেনাকাটার জন্য বের হয়েছিলেন বাবা আর ছোট ছেলে। কেনাকাটা শেষ রাস্তা দিয়ে হেঁটে আসা কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। একটি ট্রাকের চাপায় মারা গেছেন বাবা-ছেলে। কেনাকাটা শেষ করে আর বাড়ী ফিরতে পারেন নি তারা। 

চট্টগ্রামের মীরসরাইয়ে শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঐ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের উকিল বাড়ির সেলিম উদ্দিন ও তার ছেলে মিনহাজ উদ্দিন।

জানা গেছে, ঈদের কেনাকাটা শেষে ছেলেকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক ও একইমুখী একটি পিকআপের সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে ট্রাকটি বাবা-ছেলেকে চাপা দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ