Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

ইয়ানূর রহমান, যশোর

প্রকাশিত: ১১:৪৭, ২ মে ২০২৩

যশোরে সড়ক দূঘর্টনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল। ছবি- প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল। ছবি- প্রতিনিধি

যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পিতা পুত্রসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১ মে) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২), একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

কেশবপুর থানার ওসি মফিজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। নিহত দুজন সম্পর্কে পিতাপুত্র। 

গুরুতর আহত অবস্থায় আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সেখানে তার মৃত্যু হয়। নিহতদের লাশ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আই নিউজ/এইচএ  

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ