Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ৬ মে ২০২৩

পাগলা মসজিদের দানবাক্সে টাকা ওঠেছে ১৯ বস্তা, আছে স্বর্ণও

দানবাক্সে ওঠা টাকা গুনছে মাদ্রাসা শিক্ষার্থীরা।

দানবাক্সে ওঠা টাকা গুনছে মাদ্রাসা শিক্ষার্থীরা।

কিশোরগঞ্জে অবস্থিত পাগলা মসজিদের দানবাক্সে ১৯ বস্তা টাকা ওঠেছে। বর্তমানে টাকা গণনার কাজ চলার টাকার পরিমাণ সঠিক করে জানা যায় নি। এর আগে গত ৭ জানুয়ারি ২০ বস্তায় পাওয়া গিয়েছিল ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। সঙ্গে ছিল বিদেশি মুদ্রা এবং সোনা-রূপার অলংকার। এবারও বিদেশি মুদ্রার সঙ্গে অলংকার পাওয়া গেছে বলে জানিয়েছে মসজিদ কতৃপক্ষ।

আজ শনিবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে মসজিদের ৮টি দানবাক্স খোলা হয়। এরপর জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও রূপালী ব্যাংকের কর্মকর্তারাও সেখানে যান। 

টাকাগুলো মসজিদের ফ্লোরে ঢেলে মাদ্রাসার ছাত্র-শিক্ষক দিয়ে মুদ্রামান অনুযায়ী পৃথক করা হচ্ছে। এরপর সেগুলি রূপালী ব্যাংকের কাউন্টিং মেশিনে গণনা করে ওই ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হবে। 

কোন রকম ব্যত্যয় না ঘটলে তিন মাস অন্তর এসব দানবাক্স খোলার রীতি রয়েছে। প্রতিবারই এই বিপুল পরিমাণ টাকা গণনা শেষ করতে সন্ধ্যা গড়িয়ে যায়।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ