Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ৭ মে ২০২৩
আপডেট: ১৭:০৫, ৭ মে ২০২৩

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আহত ৩, গণপিটুনিতে সন্ত্রাসীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প। ছবি- সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প। ছবি- সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দিনদিন বেড়ে চলেছে সহিংস হামলার ঘটনা। অভ্যন্তরীণ কোন্দলের এ হামলা-পাল্টা হামলা রূপ নিয়েছে সন্ত্রাসী কার্যক্রমে। আজ উখিয়া উপজেলার পালংখালীতে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরে সংঘবদ্ধ রোহিঙ্গাদের গণপিটুনিতে হামলাকারী এক সন্ত্রাসী নিহত হয়। 

আজ রোববার (৭ মে) ভোর রাতে পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এই ঘটনা ঘটে। 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আজ (রোববার) ভোরের দিকে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে ২০/২৫ জনের রোহিঙ্গা সন্ত্রাসী সদস্য হঠাৎ এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। টানা কিছুক্ষণ গুলি ছুড়ার ঘটনায় রোহিঙ্গারা চিৎকার শুরু করলে আশেপাশের ব্লক থেকে সাধারণ রোহিঙ্গারা জমায়েত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। 

এসময়  সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৩ রোহিঙ্গা আহত হয়। পরে সাধারণ রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। 

পরে এপিবিএন পুলিশ ও উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

ওসি আরও জানান, হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা যায়। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। তবে এখনো ঘটনাস্থলে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে। 

আহত রোহিঙ্গারা হলেন ১৩ নাম্বার ক্যাম্পের জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই পুত্র মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়