Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৫ ১৪৩২

ইয়ানূর রহমান, যশোর 

প্রকাশিত: ১১:৩৫, ১১ মে ২০২৩

স্বামীর শরীরে এসিড পুশ করে হ ত্যা করলেন স্ত্রী, প্রেমিকসহ আটক

পুলিশের কাছে আটক অভিযুক্ত শেফালি বেগম। ছবি- প্রতিনিধি

পুলিশের কাছে আটক অভিযুক্ত শেফালি বেগম। ছবি- প্রতিনিধি

যশোরে পরকীয়া প্রেমের বলি হয়ে জহির গাজী নামের এক স্বামীর মৃত্যু হয়েছে। ঘুমের মধ্যে শরীরে এসিড পুশ করে জহির নামের ওই ব্যক্তিকে হ ত্যা করেছেন তাঁর স্ত্রী শেফালি বেগম। 

ঘটনায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক রবিউল ইসলামকে পৃথক অভিযানে আটক করেছে র‍্যাব ও যশোর কোতোয়ালি থানা পুলিশ।

চাঞ্চল্যকর এ হ ত্যা কা ণ্ড সম্পর্ক যশোর কোতোয়ালি পুলিশ ও যশোর র‍্যাব ক্যাম্প পৃথক সংবাদ সম্মেলন করে চাঞ্চল্যকর ও লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন।

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভিন্ন কৌশলে স্বামীকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন শেফালি। 

পুলিশ সূত্রে জানা যায়, একটি বেসরকারি হাসপাতালের আয়া অভিযুক্ত স্ত্রী শেফালি বেগম। কিছুদিন আগে শেফালির সাথে শহরের শংকরপুরের রবিউল সরদার নামে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে আগের দিন স্বামী জহিরের সাথে তার গোলযোগ হয়। 

মঙ্গলবার (৯ মে) দুপুরে স্বামীর খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেন তিনি। ওষুধের প্রভাবে ঘুমিয়ে পড়ার পর ওই দিন সন্ধ্যার দিকে তার শরীরে ভিজিয়ে রাখা মোবাইল ফোনের ব্যাটারি থেকে নিসৃত অ্যাসিড সিরিঞ্জের মাধ্যমে পুশ করেন শেফালি। এ অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু রাতে শেফালি জহির হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে পরিবারে জানান। জহিরের ছোট ভাই ফেরদৌস রাত দেড়টার দিকে তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে আসেন। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জহিরের স্ত্রীর পরকীয়া ও এ নিয়ে দাম্পত্য কলহের কথা জেনে শেফালিকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বামীকে হ ত্যা র কথা স্বীকার করেন এবং ঘটনার বর্ণনা দেন।

এদিকে, র‍্যাব যশোর ক্যাম্পে এক প্রেস কনফারেন্সে জানানো হয় ঘটনার সাথে মূল পরিকল্পনাকারী শেফালির প্রেমিক রবিউল ইসলামকে শহরের গোয়ালপাতা মসজিদ এলাকা থেকে আটক করা হয়েছে। র‍্যাবের হাতে আটক রবিউল ইসলাম শহরের শংকরপুর এলাকার ভাড়া হিসেবে বসবাস করে ।তার আসল বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাইকগাছা গ্রামে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান বিকেলের তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে জানান, ঘটনার পরপরই ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। হ ত্যা র বিষয়টি নিশ্চিত হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তা শেফালীর প্রেমিক রবিউল ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। পরে আজ দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত দু’জনকেই নিহতের ভাই গাজী শাহনেওয়াজের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ