Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ১৫ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখা: রোহিঙ্গা ক্যাম্পে তিন হাজার ঘর ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই হাজার ৮২৬টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের তৈরি করা এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

রবিবার (১৪ মে) রাত ১১টার দিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঝড়ের সময় রোহিঙ্গা ক্যাম্পের সাতজন শরণার্থী আহত হয়েছেন। যদিও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ হিসাব বের হতে অন্তত আরও একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে আরআরআরসি। 

এর আগে ঘূর্ণিঝড়ের কারণে ভূমিধসের ঝুঁকিতে থাকা তিন হাজার পরিবারকে ক্যাম্পে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিন দ্বীপসহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এক ব্রিফিংয়ে জানান, ঘূর্ণিঝড়ে জেলায় ১০ হাজার কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। শুধু সেন্টমার্টিন দ্বীপেই ১,২০০ কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া ঝড়ো হাওয়ায় সেন্টমার্টিন ও টেকনাফের শাহপরীর দ্বীপ সাবরাং এলাকায় গাছপালা উপড়ে গেছে।

আইনিউজ/ইউএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়