Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

প্রকাশিত: ১১:০২, ১৭ মে ২০২৩

পুরষ্কার পেলেন রাণীশৈংকৈলের সেরা ৩ তেল উৎপাদনকারী কৃষক

পুরষ্কার বিজয়ী রাণীশৈংকৈলের তিন তেল উৎপাদক কৃষক। ছবি- আই নিউজ

পুরষ্কার বিজয়ী রাণীশৈংকৈলের তিন তেল উৎপাদক কৃষক। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁও জেলার মধ্যে সরিষা উৎপাদন করে রাণীশংকৈল উপজেলার ৩ জন কৃষক ২০২২-২৩ অর্থ বছরের তেলজাতীয় ফসল বৃদ্ধি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে সেরা নির্বাচিত হয়েছেন। 

সেরা তেল উৎপাদনকারী কৃষক পুরস্কার ২০২৩ বিজয়ী কৃষকরা হলেন- উপজেলার নন্দুয়ার বলিদ্বারা গ্রামের মানিক হোসেন প্রথম, লেহেম্বা বসতপুর গ্রামের নফির আলী দ্বিতীয় এবং রাতোর ফরিঙ্গাদিঘি গ্রামের মোতাহার হোসেন তৃতীয়। 

এ উপলক্ষে মঙ্গলবার (১৬ মে) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ-পরিচালক সিরাজুল ইসলাম। 

বিশেষ অতিথি'র বক্তব্য দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম খোরশেদুজ্জামান, বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক(শষ্য)আলমগীর কবির, রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ প্রমুখ।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ বিভাগ) শাহিনা বেগম। 

বক্তব্য প্রদান শেষে সেরা ওই ৩ কৃষকদের হাতে অতিথিরা পুরস্কার হিসাবে সনদ ও নগদ অর্থ তুলে দেন। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ