Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৪২, ২৫ মে ২০২৩

ভাইয়ের জমি দখল করে ভাইকে প্রাণ না শে র হুমকি

ভুক্তভোগী আজাদ আলীর সংবাদ সম্মেলন। ছবি- আই নিউজ

ভুক্তভোগী আজাদ আলীর সংবাদ সম্মেলন। ছবি- আই নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ বছর ধরে প্রাণ নাশের হুমকির ভয়ে নিজ বাড়িতে ফিরতে না পারছেন মো. আজাদ আলী নামের এক বৃদ্ধ। অবশেষে বৃহস্পতিবার (২৫ মে) সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছেন বৃদ্ধ আজাদ আলী। 

আজাদ আলী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

সংবাদ সম্মেলনে আজাদ বলেন, গত ২০১১ সালে আমাকে মারপিট করে আমার নিজ বাড়ি থেকে আমার বংশীয় শরীক (আব্বাস, মামুন, বিপ্লব, মকলেসুর ও নওশাদ) পেশিশক্তির জোরে বের করে দিয়ে বাড়িতে আগুন  জ্বালিয়ে দেয়। পরে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিততে  সামাজিকভাবে ওই বাড়িটি তাদের কাছে বিক্রি করি। কিন্তু তাঁরা আমাকে সামান্য কিছু টাকা দিয়ে বাকি টাকা এখনো না দিয়ে প্রতারণা করে যাচ্ছেন । ২০২১ আমার নিজ জমিতে রোপনকৃত ধান জোর পূর্বক কেটে নিয়ে যায় তারা।  উক্ত জমিটিও জোর পূর্বক দখল করে নেয়। 

এছাড়াও অন্য একটি জমিতে জোর পূর্বক বসতবাড়ি নির্মাণ করে। আমি অসহায় এবং আমার জনবল না থাকায় আমার নিজস্ব বসত বাড়ি ও আবাদি জমি দখল নিতে পারছি না। দীর্ঘ তিন বছর যাবৎ রাণীশংকৈল বন্দরে একটি দোকান ঘরে ভাড়া থাকি। নিজে দর্জির কাজ করে কোন মতে আমাকে সংসার চালাতে হয়। আমার নিজ বাড়িতে ফিরে গেলে তাঁরা আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যাচ্ছে। 

এ বিষয়ে কয়েক জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।সং

এ ব্যাপারে আজাদের ভাই বিবাদী আব্বাস আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অভিযোগ সব মিথ্যা। এগুলো অভিযোগের সরিষা পরিমাণ কোন সত্যতা নেই।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়