Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৩

আলীম পরীক্ষা দিতে এসে মা হলেন পরীক্ষার্থী

আলীম পরিক্ষার্থী সুইটি। ছবি- সংগৃহীত

আলীম পরিক্ষার্থী সুইটি। ছবি- সংগৃহীত

সকালে অন্যান্যদের মতো সুইটি এসেছিলেন পরীক্ষাকেন্দ্রে দিতে। কিন্তু দুপুরের দিকে প্রসব ব্যথা উঠলে পরীক্ষাকেন্দ্রেই সন্তান প্রসব করেন সুইটি। 

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইলের ঘোষপালা ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে। সুইটি এক ফুটফুটে কন্যাসন্তান প্রসব করেন। 

সুইটি আক্তার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বালুরচর গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় উপজেলার নিবিয়াঘাটা মাদরাসা থেকে এবার আলীম পরীক্ষা দিচ্ছিলেন।

স্থানীয়রা জানান, ইমদাদুল হকের সঙ্গে প্রায় চার বছর আগে সুইটি আক্তারের বিয়ে হয়। এর মধ্যে তিনি অন্তঃসত্ত্বা হন। এ অবস্থায় আজ (১২ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলার ঘোষপালা ফাজিল মাদরাসা কেন্দ্রে আসেন ইসলামী ইতিহাস পরীক্ষায় অংশ নিতে। পরীক্ষার প্রায় দু’ঘণ্টা চলে গেলে হঠাৎ সুইটির প্রসববেদনা ওঠে। পরে পরীক্ষাকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দেন সুইটি। পরে নবজাতকসহ সুইটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

কেন্দ্রের সচিব আবুল হাসান এনামুল হক জানান, পরীক্ষার দু’ঘণ্টা চলাকালীন অবস্থায় ঐ ছাত্রীর প্রসববেদনার কথা জানতে পেরে সার্বিক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছিল। এরইমধ্যে কেন্দ্রেই সন্তান প্রসব হলে সার্বিক নিরাপত্তা দিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়